Khoborerchokh logo

মাইক্রোবাসসহ ডাকাত চক্রের এক সদস্যকে আটক করেছে জিএমপি‘র টঙ্গী থানা পুলিশ । 421 0

Khoborerchokh logo

ছবি, টিপু মল্লিক-সক্রীয় ডাকাত সদস্য


শেখ রাজীব হাসান,টঙ্গী থেকে
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার চৌকস পুলিশ অফিসার এস আই ইয়াসিন আরাফাতের অক্লান্ত প্রচেষ্টায় টিপু মল্লিক (৪০) নামে ডাকাত চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। আটককৃত টিপু মল্লিক ফরিদপুর সদর থানার টেপাখোলা গ্রামের মৃত বদরুদ্দিন মল্লিকের ছেলে। টিপু মল্লিক গাজীপুর ও রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে সক্রিয় ডাকাত চক্রের সদস্যদের যোগসাজসে ছোট ও বড় ধরনের পরিবহন চুরি, ছিনতাই ও ডাকাতিসহ নানা ধরনের অপকর্ম করে আসছিলো। 
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) ইয়াসিন আরাফাত জানান, টঙ্গী পশ্চিম থানাধীন চেরাগ আলী এলাকা থেকে গত ৭ই ডিসেম্বর ২০১৯ ইং তারিখে একটি মিশুক গাড়ি ছিনতাই হয়। এই ঘটনায় মিশুকের মালিক সুমন মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। অভিযোগের সুত্র ধরে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আসামীকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যহত রাখি। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে  গতকাল সোমবার রাজধানী ঢাকার দক্ষিণখান, মোল্লারটেক এলাকা থেকে চুরি, ছিনতাই ও ডাকাত চক্রের সক্রিয় সদস্য টিপু মল্লিককে আটক করি। প্রথমিক জিজ্ঞাসাবাদে টিপু মল্লিক চুরি, ছিনতাই ও সক্রিয় ডাকাত চক্রের সাথে সম্পৃক্ত রয়েছে বলে স্বীকার করেছে। এঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং -৭। 
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com